বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। তবে এখনই অবসর নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি৷ আপাতত আছেন রাঁচিতেই৷ এরপর চিকিৎসা করাতে পাড়ি দেবেন লন্ডন৷ বিলেত থেকে ফিরে সিদ্ধান্ত নেবেন অবসর নিয়ে।
ধোনির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁর পেশি ছিঁড়েছে। চিকিৎসার পর পুরোপুরি ফিট হতে ৪-৫ মাস সময় লাগবে। তারপরে অবসর নিয়ে ভাবতে পারেন তিনি।
গত বছর আইপিএলের পরেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। গোটা টুর্নামেন্ট খেলেছিলেন পায়ের স্ট্র্যাপ বেঁধে। এই বছরও আইপিএল মিটতেই চিকিৎসার তোড়জোড় শুরু করেছেন এমএসডি।