মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই নজির গড়ল হরমনপ্রীতের মুম্বই (Mumbai Indians)। আন্তর্জাতিক পর্যায়ের পর এই প্রথম ভারতের মাটিতে মহিলাদের টি-টোয়েন্টি (T-20) ম্যাচে কোনও দল ২০০ রানের গণ্ডি পার করল। যা মহিলা ক্রিকেটে নজির। এর আগে সর্বোচ্চ রান- ১৯০। যা ভেলোসিটির বিরুদ্ধে ট্রেইলব্লেজার করেছিল।
শনিবারের ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন মুম্বইয়ের ব্যাটাররা। ওপেনার হেইলি ম্যাথিউজ ৩১ বলে ৪৭ রান করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। কার্যত একপেশে ভাবে গুজরাতকে হারিয়ে ম্যাচ জেতে মুম্বই।
আরও পড়ুন - ৫৪ বছরের খরা কাটল, সৌদি আরবে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটক
টাকার অঙ্কের দিক থেকে মহিলাদের প্রিমিয়ার লিগ হল দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট প্রতিযোগিতা। এক নম্বরে রয়েছে আইপিএল। আর এই ম্যাচের শুরুতেই ক্রিকেটপ্রেমীরা উপভোগ করলেন হরমনপ্রীতের দলের অলরাউন্ড ক্রিকেট।