উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী টুর্নামেন্টের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। হেড কোচ শার্লট এডওয়ার্ডস এবং অন্যান্য কোচিং স্টাফের কড়া নজরদারির মধ্যেই চলছে দলের প্রস্তুতি। প্রথম ডব্লিউপিএলে চ্যাম্পিয়ন হতে যেন মুখিয়ে আছে গোটা মুম্বই দল।
এই প্র্যাকটিস সেশন চলাকালীনই মুম্বইয়ের কোচ জানালেন, তিনি দলের খেলোয়াড়দের সম্বন্ধে অনেককিছু শুনেছেন। তাঁদের সঙ্গে নেটে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা।
উল্লেখ্য, আগামী ৪ মার্চ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস।