পায়ের পেশিতে টান। আর সেই কারণেই ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজের নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। ২২-বার গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিস তারকা চোট পান ব্রিসবেন ইন্টারন্যাশনালের কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচটিতে হেরেও যান তিনি। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে নতুন বছরের শুরুতে বড় টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন রাফা। তিনি স্পেনে ফিরে যাচ্ছেন বলে জানান। সেখানেই তাঁর চিকিৎসা চলবে। তারপর বেশ কয়েক সপ্তাহ বিশ্রামের পর ফের কোর্টে ফিরে আসতে পারবেন বলে আশা ভক্তদের।
তিনি তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে লেখেন, "ব্রিসবেনে শেষ ম্যাচে পেশিতে একটা সমস্যা হওয়া আমি চিন্তিত ছিলাম। আপনারা সকলেই তা জানেন। মেলবোর্নে গিয়ে এমআরআই করানোর পর জানতে পারি, সামান্য একটু চিড় ধরেছে। যদিও, এর আগে যেখানে চোট ছিল আমার, সেখানে আবার নতুন করে কিছু হয়নি, সেটা একটা ভাল খবর'।
এই ৩৭ বছর বয়সী টেনিস কিংবদন্তি আরও জানান যে, তিনি সবরকমভাবে চেষ্টা চালাচ্ছেন যাতে সুস্থ হয়ে মোটামুটি ৩ মাসের মধ্যে ফের কোর্টে ফিরে আসতে পারেন।