২৭ মে সোমবার ছিল ভারতীয় দলের কোচের পদে আবেদনের শেষ দিন। কে দলের কোচ হবেন, তা নিয়ে নানা জল্পনার মাঝেই ভেসে এল এমন কিছু নাম, যা চোখ কপালে তুলে দিয়েছে ওয়াকিবহালমহলেরও! কোচ হতে চেয়ে জমা পড়েছে তিন হাজার আবেদন। এই বিপুল সংখ্যাক আবেদনের মধ্যে অধিকাংশই ভুয়ো। এই তালিকায় নাম রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের মতো ব্যক্তিদের! রয়েছে হরভজন সিং, বীরেন্দ্র শেহবাগের মতো প্রাক্তন ক্রিকেটারদের নামও।
যদিও, এমনটা নতুন নয়! এর আগেও, ২০২২ সালে বিসিসিআই কোচের আবেদন জমা নেওয়ার সময় এমন কিছু নাম আবেদনে জমা পড়েছিল, যা বিস্মিত করে দিয়েছিল বোর্ড কর্তাদের। সেই ট্র্যাডিশন এবারেও সমানে চলেছে!
উল্লেখ্য, রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তারপর শ্রীলঙ্কা এবং জ়িম্বাবোয়ে সিরিজ়ে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচেরা যাবেন দলের সঙ্গে। বোর্ড এখনও জানায়নি কারা কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তবে বোর্ডের অন্দরে জল্পনা, শেষমেশ দায়িত্বের প্রস্তাব পেতে পারেন গৌতম গম্ভীর।