ক্রমে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে জানানো হয়, তাঁর রিহ্যাবিলিটেশনের শেষ পর্যায়ে রয়েছেন যশপ্রীত বুমরাহ। এশিয়া কাপের আগের আয়ারল্যান্ড সফরেই পাঠানো হবে যশপ্রীত বুমরাহকে।
যদিও, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে বুমরাহ-র উপস্থিতি নিয়ে এখনও খুব প্রত্যয়ী শোনাচ্ছে না রোহিতের গলা। টিম ইন্ডিয়া রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, ‘‘বুমরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার। ওর অভিজ্ঞতা দলের সম্পদ। বড় চোট সারিয়ে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের চেষ্টা করছে বুমরাহ। আয়ারল্যান্ড সফরে বুমরাহকে পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। কারণ আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের দল এখনও ঘোষণা করা হয়নি।’’
উল্লেখ্য, বুমরাহ প্রায় এক বছর ধরে পিঠের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। যার জন্য তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছে। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে রয়েছেন।
অগস্টের ১৮ থেকে ২৩-এর মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড। তার পরে এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের।