প্যারিস অলিম্পিক নিয়ে কী লক্ষ্য তাঁর? অলিম্পিকে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া জানালেন পুরোদমে অনুশীলন চালাচ্ছেন তিনি। অলিম্পিকের আগেই ৯০ মিটারের ম্যাজিক ফিগার স্পর্শ করার ব্যাপারেও আশাবাদী শোনায় তাঁর গলা। ২০২২ সালের স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরত্বের রেকর্ড করেন নীরজ। যদিও, ইতিমধ্যেই নীরজ চোপড়া ৯০ মিটারের অঙ্ক স্পর্শ করে ফেলেছেন অনুশীলনেই। তবে, কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে নতুন রেকর্ড তৈরির অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
২৬ বছর বয়সী এই ভারতীয় তারকা বলেন, "আমি প্যারিস অলিম্পিকের আগেই ৯০ মিটারের রেকর্ড ভেঙে ফেলার ব্যাপারে বদ্ধপরিকর। আশা করব, অলিম্পিকে যাওয়ার আগেই রেকর্ডটি আমি ভাঙতে পারব এবং তারপর সবকিছুই সুন্দরভাবে চলবে। বহুদিন ধরেই এটার জন্য উদয়াস্ত পরিশ্রম করে চলেছি। কেউ যদি নিজের লক্ষ্যে স্থির থেকে পরিশ্রম করে যায়, তার ফল সে পেতে বাধ্য। আমিও তাই বিশ্বাস করি"।