টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনার পদক জিতেছিলেন ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া (Javelin thrower)। গড়েছিলেন ইতিহাস। এবার নীরজের টার্গেট ৯০ মিটার।
নতুন বছরের শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার (Professional Javelin throwers)। ২৫ বছর বয়সী ভারতীয় এই ক্রীড়াবিদ জানিয়েছেন, আপাতত তাঁর একমাত্র লক্ষ্য ৯০ মিটার থ্রো করা। কারণ তিনি মনে করেন, বিশ্বের শীর্ষ জ্যাভলিন নিক্ষেপকারীদের জন্য ৯০ মিটার দূরত্ব একটি বিশেষ মানদন্ড। সেই মানদণ্ড পার করাই তাঁর বর্তমান লক্ষ্য।
আরও পড়ুন- 'ও বুঝিয়ে দিয়েছে ব্যাট করাটা খুবই সহজ', জয়ের পর কার পিঠ চাপড়ালেন হার্দিক?