পাকিস্তানে এশিয়া কাপ। সেপ্টেম্বর মাসে। তার মধ্যেই ভারত ও পাকিস্তানের গ্রুপের তৃতীয় দল ঘোষণা করে দেওয়া হল। এই তৃতীয় দলটি হল নেপাল। এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল নেপাল। সংযুক্ত আরব আমিরশাহিকে যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে হারিয়েছে নেপাল।
দুটি গ্রুপে খেলবে মোট ৬টি দল। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান।
পাকিস্তানে আগামী ২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কতা এশিয়া কাপ। যদিও, ভারতীয় বোর্ড ও পাকিস্তান বোর্ডের মধ্যে এই বিষয়ে সংঘাত রয়েছেই। ভারতকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে। কিন্তু, সেই প্রস্তাবে রাজি নয় বিসিসিআই। বিসিসিআই চায় প্রতিযোগিতা হোক সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায়।