কিং বড় পর্দায় ফিরে এসেছেন আর সেলিব্রেশন হবে না তা হয় নাকি! ‘জওয়ান’ (Jawan) মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে। এবার জওয়ানের গানে মঞ্চ কাঁপালেন ক্যারিবিয়ান দৈত্য তথা KKR এর তারকা আন্দ্রে রাসেল (Andre Russell), আগেই তিনি জানিয়েছিলেন ‘জওয়ান’ ছবির জন্য অপেক্ষা করছেন রাসেল।
Women's Reservation Bill : মহিলা সংরক্ষণ বিলের ভূয়সী প্রশংসা শেহনাজ, ভূমিদের মুখে
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন আন্দ্রে , যেখানে দেখা যাচ্ছে জওয়ানের ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানে কোমর দোলাচ্ছেন ক্রিকেট তারকা। পার্টি জমে উঠেছে তাঁকে ঘিরেই। তিনি যে বেশ ভালোই নাচতে পারেন তা বেশ বোঝা যাচ্ছে তাঁর স্টেপস এবং হাতের পায়ের মুদ্রা দেখে।
এর আগে , শাহরুখ রাসেলকে বলেছিলেন , “তোমার মতো ছক্কা হাঁকানোর চেষ্টা করছি… মাসল রাসেল! ধন্যবাদ।”