নতুন বছরেও সেই পুরনো অসুখেই ভুগল এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal)। ইন্ডিয়ার সুপার লিগে(I-Laegue) মঙ্গলবারও জয় অধরা রেখেই মাঠ ছাড়ল লাল-হলুদ। গোয়ার জিএমসি স্টেডিয়ামে বেঙ্গালুরুর(Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১ গোলে।
২৮ মিনিটে এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন হওকিপ । প্রথম ৪৫ মিনিটে লাল-হলুদ এগিয়ে ছিল ১-০ গোলে। কিন্তু যাবতীয় জল্পনা শেষ ম্যাচের ৫৫ মিনিটে। আত্মঘাতী গোল করে এই মরসুমে আইএসএলে দলের জয়ে কাঁটা হয়ে গেলেন সৌরভ দাস(Sourav Das)।
আরও পড়ুন, ISL ATK Mohun Bagan: আইএসএলে বুধবার হায়দরাবাদ এফসির মুখোমুখি এটিকে মোহনবাগান
৯ ম্যাচে পাঁচটি ড্র, আর চারটি হার। সবমিলিয়ে পাঁচ পয়েন্ট। পুরনো বছরে পয়েন্ট তালিকায় ১১ নম্বরে ছিল, নতুন বছরে ওই একই জায়গায় থাকল এসসি ইস্টবেঙ্গল।