Wimbledon: বাধ্যতামূলক নয় কোভিড টিকা, উইম্বলডনে ফিরছেন নোভাক জোকোভিচ

Updated : Apr 26, 2022 20:44
|
Editorji News Desk

কোভিড টিকা না নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। কিন্তু, ফরাসি ওপেনের পর উইম্বলডনেও তাঁর খেলতে বাধা রইল না। কোভিড টিকা না নেওয়া থাকলেও খেলা যাবে উইম্বলডন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। অল ইংল্যান্ড ক্লাবের চিফ এগজিকিউটিভ স্যালি বোল্টন জানিয়েছেন, ব্রিটেনে প্রবেশ করার জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। তাই টিকা না নেওয়া থাকলেও উইম্বলডনে খেলতে পারবেন টেনিস খেলোয়াড়রা। উইম্বলডন আয়োজকদের এই সিদ্ধান্তে স্বস্তি পাবেন গত বার পুরুষদের সিঙ্গলস চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।

বোল্টন অবশ্য বলেছেন, ‘‘বাধ্যতামূলক না হলেও আমরা সব অংশগ্রহণকারীকেই টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিতে চাই। যদিও এটা ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে অংশগ্রহণের ক্ষেত্রে কোনও শর্ত নয়।’’ উল্লেখ্য ২৭ জুন থেকে শুরু হবে এ বারের উইম্বলডন। করোনা টিকা নিয়ে উইম্বলডন আয়োজকরা সিদ্ধান্ত জানালেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইউএস ওপেনের আয়োজকরা। তাঁরা আমেরিকার সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। অগস্টের শেষ দিকে তাঁরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।

করোনা টিকা না নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ওপেন খেতাব এ বছর ধরে রাখতে পারেননি জোকোভিচ। উইম্বলডনেও এ বার তাঁর খেতাব ধরে রাখার লড়াই। ২০০০ এবং ২০০১ সালে করোনা আক্রান্ত হয়েছেন বলে নিজেই জানিয়েছেন জোকোভিচ। যদিও তিনি টিকা নিতে নারাজ। দরকারে প্রতিযোগিতা না খেলার কথাও জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। মোট ছয় বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। শেষ তিন বার অর্থাৎ ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালে (২০২০ সালে করোনার জন্য হয়নি) তিনিই চ্যাম্পিয়ন হয়েছেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে।

Novak Djokovicwimbledon 2022vaccination

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!