ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। আর খেলা দেখার জন্য নানারকম চ্যানেল বা অ্যাপ হাতড়াতে হবে না। এবার থেকে একটি অ্যাপেই দেখা যাবে সবরকম খেলার বড় ইভেন্ট। ইতিমধ্যেই, আইপিএল ও ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের সম্প্রচারেরও দায়িত্ব পেয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্সের ভায়াকম ১৮। ভারত তো বটেই, তার সঙ্গেই গোটা উপমহাদেশে প্যারিস অলিম্পিক্স এবং ২০২৪ সালের শীতকালীন যুব অলিম্পিক্স সম্প্রচার করবে ভায়াকম ১৮।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপের আগে ভায়াকম ১৮ নিজেদের টেলিভিশন চ্যানেল চালু করেছে। তার নাম স্পোর্টস ১৮। সেখানেই দেখানো হয়েছে ফুটবল বিশ্বকাপ। সেই সঙ্গে ডিজিটাল মাধ্যমে জিও সিনেমাতে দেখানো হয়েছে খেলা।
আইপিএলের ডিজিটাল স্বত্বও রয়েছে ভায়াকম ১৮-এর কাছেই। আগামী বছর আইপিএল দেখানো হতে পারে জিও সিনেমা অথবা ভুট অ্যাপে। ভুটও ভায়াকমেরই একটি অ্যাপ। ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে সাবস্ক্রিপশন পদ্ধতি না থাকলেও আইপিএল বা অলিম্পিক্সের আগে এই পদ্ধতি আনতে পারে ভায়াকম ১৮। সেক্ষেত্রে বিশ্বকাপের মতো একেবারে বিনা পয়সায় আর খেলা দেখা যাবে না।