মঙ্গলবারই ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা । অক্টোবর-নভেম্বরে হবে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ । তবে,সূচি ঘোষণার আগেই কলকাতাবাসীদের জন্য এল সুখবর । সূত্র মারফৎ খবর, ইডেনে অনুষ্ঠিত হতে পারে একটি সেমিফাইনাল । আরেকটা সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে । সেক্ষেত্রে, ১৯৯৬ সালে বিশ্বকাপ সেমিফাইনালের পর ২০২৩ প্রায় ২৭ বছর পর আরও এক বার সেমিফাইনাল হতে চলেছে ইডেনে । যদিও, সরকারিভাবে ঘোষণার পরই বিষয়টি চূড়ান্ত হবে ।
প্রথমে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে সেমিফাইনাল হওয়ার কথা ছিল । কিন্তু, আইসিসি ঘনিষ্ঠ সূত্রে খবর, ভেন্যু পরিবর্তন হয়েছে । এবার কলকাতা ও মুম্বইয়ে সেমিফাইনালের ম্যাচ নির্ধারিত করা হয়েছে বলে খবর । ফাইনাল হওয়ার কথা আহমেদাবাদে ।
উল্লেখ্য, প্রস্তাবিত সূচিতে অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা। প্রথমে ঠিক ছিল ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যেই তার চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। কিন্তু পাকিস্তান বেঁকে বসায় তা আর হয়নি। তবে এবার আইসিসি সূত্রে জানা গিয়েছে, আর অপেক্ষা করা হবে না। ওয়াকিবহাল মহলের দাবি, ভারত-পাক মহারণের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামই কার্যত চূড়ান্ত। অপেক্ষা সিলমোহরের।