মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বিশ্বকাপ মহারণ । মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা । টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুশল মেন্ডিসের । তাই ওয়াংখেড়ে-তে প্রথম ব্যাটিং রোহিতদেরই ।
ভারতের হয়ে এদিন ওপেনিংয়ে নামছেন রোহিত ও শুভমন । ইন্ডিয়ান ক্রিকেট টিমে প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই । তবে, শ্রীলঙ্কার টিমে একটা পরিবর্তন করা হয়েছে । অধিনায়ক জানিয়েছেন, ডিডিএস-এর বদলে খেলছেন হেমন্ত । আজ বিশ্বকাপের সপ্তম ম্যাচ খেলছে ভারত । এই ম্যাচে জিততে পারলেই সেমিফাইনালে জায়গা পাকা ।
ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত আছে টিম ইন্ডিয়া। টানা ৬টি ম্যাচ জিতেছেন বিরাটরা । আজও কি বিজয়রথ অব্যাহত থাকবে ?