আইফেল টাওয়ারের শহরে, লভ ইন দ্য এয়ার। এই শহর প্রেমের, ভালবাসার, আবেগের, নস্টালজিয়ার। চলতি বছরে প্যারিসেই বসেছে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের আসর। বিশ্বের প্রতিভাবান, তাবড়ও খেলোয়াড়রা একরাশ স্বপ্ন নিয়ে খেলতে এসেছেন অলিম্পিকে। সেখানে একই বয়সের, একই ভাবধারার কত শত মানুষ! এমন মহাযজ্ঞে একটা টুক করে প্রেম হয়ে গেলে ক্ষতি কোথায়৷
সম্প্রতি অলিম্পিক ভিলেজে ধরা পড়েছে এমনই এক প্রেমের ছবি। প্যারিস অলিম্পিক ২০২৪ চলছে, ২৬ জুলাই অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গেই, প্যারিসে অসংখ্য ক্রীড়াবিদ জড়ো হয়েছেন। তীব্র প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মন দেওয়া নেওয়াও হয়েই যায়।
আর্জেন্টিনার দুই অ্যাথলেট ভালবাসার সেলিব্রেশন করেছেন বিশ্ব ক্রীড়ার মঞ্চে। আর্জেন্টিনার হ্যান্ডবল খেলোয়াড় পাবলো সিমোনতে এক্কেবারে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন সহকর্মী মারিয়া পিলার ক্যাম্পয়কে। সেই প্রস্তাবে সম্মতিও দিয়েছেন মারিয়া।
Paris Olympics 2024: আগেই কথা দিয়েছিল রেল, ব্রোঞ্জ জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পদোন্নতি হল স্বপ্নিলের
@TheOlympicGames এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই দৃশ্য পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। নানারকমের কমেন্ট ও উঠে এসেছে জুটির জন্য। কেউ লিখেছেন, 'ভালবাসা বাতাসে', আবার কেউ বা লিখেছেন, 'অলিম্পিক রিং এবং এনগেজমেন্ট রিং'।