রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ২টি এফআইআর জমা নিল দিল্লি পুলিশ। কন্নট প্লেস থানায় তাঁর বিরুদ্ধে পকসো আইনে একটি এফআইআর দায়ের করা হয়।
পকসো ধারায় মামলা হলে অভিযুক্ত ব্রিজভূষণ শরন সিংকে হেফাজতে নিতে পারে পুলিশ। এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেনি দিল্লি পুলিশ। এদিকে এখনও যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাচ্ছেন কুস্তিগিররা। অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়ার অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের আন্দোলন বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। যন্তর মন্তরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের আন্দোলনের স্থান ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় বলেও অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে।
বিজেপি সাংসদ ও ব্রিজভূষণ শরন সিং গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবেন কুস্তিগিররা। নতুন করে ফের ধর্না দেওয়া শুরু করেছেন। এফআইআর জমা নেওয়ার পর তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেটাই দেখার।