ভিসা দিচ্ছে না চিন (China)। বাধ্য হয়ে এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভারতের তিন খেলোয়াড়। যারা অরুণাচলের (Arunachal) বাসিন্দা। চিনের এহেন পদক্ষেপের বিরুদ্ধে পালটা হুঁশিয়ারি নয়া দিল্লির। এমনকি শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে চিনকে কড়া বার্তা দিয়ে পালটা ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের তিন ভারতীয় উশু খেলোয়াড়ের ভিসার আবেদনে গ্রাহ্য করেনি চিন প্রশাসন। যার ফলে এশিয়ান গেমসের আয়োজকদের তরফে ছাড়পত্র মিললেও ভিসার সমস্যার কারণে চিনে পৌঁছতে পারেননি তাঁরা।
আরও পড়ুন - বাদ নাসিম, দলে হাসান আলি, বাবরের ডেপুটি শাদাবই, ঘোষিত বিশ্বকাপের পাক দল
এর ফলে বাধ্য হয়ে তিন খেলোয়াড়কে না নিয়েই চিনে পৌঁছয় ভারতীয় দল। যে খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় বিদেশ মন্ত্রক। ।