দিন কয়েক আগেই প্যারিস অলিম্পিক্স নিয়ে শুরু হয় চরম বিতর্ক। কারণ, ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি তাঁর প্রতিপক্ষ আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফকে 'পুরুষ' আখ্যা দিয়ে শেষ ষোলর ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই বিতর্কের জেরে মাত্র ৪৬ সেকেন্ডেই শেষ হয়ে গিয়েছিল ওই গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অ্যাঞ্জেলা ক্যারিনি। জানালেন প্রতিপক্ষের কাছে ক্ষমা চাইতে চান তিনি।
ইতালির এক জনপ্রিয় সংবাদপত্রের সাক্ষাৎকারে ক্যারিনি জানিয়েছেন, 'অলিম্পিকের এই বিতর্কের কারণে আমি খুব দুঃখিত। আমার প্রতিপক্ষ ইমানে খেলিফের জন্য দুঃখিত। আইওসির সিদ্ধান্তে তিনি মেয়েদের বিভাগেই লড়াই করতে নামলে, আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি। তবে আমি ম্যাচ ছাড়তে চাইনি। কিন্তু ওই সময়ে ওটাই বুদ্ধিমত্তার কাজ ছিল।'
একইসঙ্গে এই বিতর্কে ইতি টানতে ক্যারিনি বলেন, 'আমি ইমানের কাছে ক্ষমা প্রার্থী। বাকি সবার কাছেও আমি ক্ষমা চাইছি। আমি সেই সময় খুব রেগে গিয়েছিলাম কারণ আমার অলিম্পিকের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। আবার যদি ইমানে খেলিফের সঙ্গে দেখা হয় আমি ওঁকে জড়িয়ে ধরব।'
কেন বিতর্ক আলজেরিয়ার বক্সারকে নিয়ে?
আসলে, ইমানে খেলিফ গত বছর অলিম্পিক্সের আগে লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। যার জেরে ২০২৩ সালে বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার মেডেলের ম্যাচের আগে তাঁকে বহিষ্কার করা হয়। নিয়ম অনুযায়ী, XY ক্রোমোজোমের অ্যাথলিটরা মহিলাদের প্রতিযোগিতায় নামতে পারেন না৷ খালিফকে এই যুক্তিতেই বাদ দেওয়া হয়। কিন্তু চলতি অলিম্পিক্সে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলিফকে ছাড়পত্র দেয়।