বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার। তিরন্দাজির বিশ্বকাপে কম্পাউন্ড টিম ইভেন্টে ভারতের হ্যাট্রিক। সাংহাইয়ে আয়োজিত এই তিরন্দাজি বিশ্বকাপে তিন তিনটে সোনা জিতল ভারত।
মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পর্নিত কৌর। মোট চারটি বিভাগের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই তিনটিতে সোনা জিতে নিয়েছে দেশ।
আরও পড়ুন - পঞ্জাব-কলকাতা ম্যাচে একাধিক নজির, কী কী রেকর্ড হল ইডেনের ম্যাচে? জানুন
শনিবার ইতালির বিরুদ্ধে মহিলা কম্পাউন্ড টিম ইভেন্টে ২৩৬-২২৫ ব্যবধানে লড়াই জিতে নেন ভারতীয় মহিলারা। একই সঙ্গে সাফল্য এসেছে পুরুষদের তিরন্দাজিতে। টিম গেমে নেদারল্যান্ডকে ২৩৮-২৩১ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করেন অভিষেক ভর্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফিউজ।