তিরন্দাজি বিশ্বকাপে নতুন ইতিহাস ভারতের। শনিবার ফের সোনা জিতল ভারতের মহিলা কম্পাউন্ড দল। এদিন ফাইনালে এস্তোনিয়াকে ২৩২-২২৯ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে টানা তিন বার সোনা জিতল ভারত। প্যারিস অলিম্পিক্স শুরু হতে আর কয়েকটা দিন বাকি, এর মধ্যেই এই সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া।
এপ্রিল মাসে চিনে প্রথম পর্যায়ের খেলা হয়। ওই পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করে সোনা জেতে ভারত। এরপর মে মাসে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপেও সোনা জিতেছিল ভারতের মহিলা কম্পাউন্ড দল। এরপর তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি, অদিতি, পরনীতেরা। শুরু থেকেই লড়াইয়ে ছিল এস্তোনিয়া। তবে, শেষ পর্যন্ত দুর্দান্ত ফাইট করে সোনা জেতে ভারতীয় দল।