পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক। পাকিস্তানকে হারিয়ে চিনের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির হকির ম্যাচে জয় পেলেন অভিষেক, বিবেক, রাজকুমাররা। দল জিতলেও অল্পের জন্য পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা হল না হরমনপ্রীতের।
টানা চার ম্যাচে জিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু শুরুটা তেমন ভাল হয়নি। ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল পেয়ে যায় পাকিস্তান। শুরুতে রক্ষণাত্মক খেলছিল পাকিস্তান, কিন্তু এর মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে করছিল পাক দল। তার জেরেই ভারতের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় পাকিস্তান।
কিন্তু পিছিয়ে পড়েও কোনও ভাবেই হার মানেনি ভারতীয় দল। । প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার পায় ভারত। এই সুযোগকে কাজে লাগিয়েই দলকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং। তাঁর থেকেই আসে দ্বিতীয় গোল। আর তাঁর জোড়া গোলেই জিতে যায় ভারত। ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় আসে ভারতের ঝুলিতে।