বুধবার এশিয়ান গেমসে ফের পদক ভারতের। ৭৫ কেজি বিভাগে দেশকে পদক এনে দিলেন লাভলিনা বোরগোঁহাই।
বুধবার চিনা প্রতিদ্বন্দ্বী লি কিয়ানের বিরুদ্ধে হারতে হয় লাভলিনাকে। ২০১৪ সালে বক্সিংয়ে এশিয়ান গেমস থেকে পদক জিতেছিলেন মেরি কম। এবার এশিয়ান গেমসে রুপো জিতলেন লাভলিনা বোরগোঁহাই।
আরও পড়ুন: স্কোয়্যাশে ব্রোঞ্জ জয় অনাহত ও অভয়ের, এশিয়ান গেমসে ফের পদক ভারতের