এশিয়াডে ফের সোনা ভারতের। এই প্রথম এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটের আত্মপ্রকাশ ঘটে। প্রথমবারই সোনা জিতল টিম ইন্ডিয়া। এদিন হাংঝৌতে প্রবল বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে যায়। ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য় ভারতকেই জয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগেই সোনার পদক জিতলেন রিঙ্কু, রুতুরাজরা।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮.২ ওভারের পরই বৃষ্টি শুরু হয়। ৫ উইকেট হারিয়ে ১১২ রান তোলে আফগানিস্তান। শাহিদুল্লাহ ৪৯ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক গুলবাদিন নইব করেন ২৭ রান। এরপর বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকেই জয়ী ঘোষণা করা হয়।