এশিয়ান গেমসের অ্য়ালেটিক্সে প্রথম সোনা জয় ভারতের। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন অবিনাশ সাবলে। তিনি ৮:১৯.৫৩ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন।
চলতি বছরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটাই প্রথম সোনা ভারতের। এনিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে মোট ১২টি সোনা এল।
জাপানের রিয়োমা আওকির মুখোমুখি হয়েছিলেন অবিনাশ। তাঁকে হারিয়ে জয় পান ভারতীয় সাবলে। এবং রুপো জেতেন রিয়োমা। দ্বিতীয় জনের সঙ্গে প্রায় চার সেকেন্ডের তফাৎ ছিল।
এর আগে এশিয়ান গেমসে স্টিপলচেজে রেকর্ড ছিল হোসেন কিহানির। গত বার তিনি জয়লাভ করলেও এবার সপ্তম স্থানে শেষ করেছেন তিনি।