কমনওয়েলেথ গেমসে ভারতের সোনার দৌড় অব্যাহত। ফের কুস্তিতে তিনটি সোনা পেল ভারত। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, দীপক পুনিয়ার হাত ধরে সোনার হাসি হাসল ভারত।
শুক্রবার পুরুষদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে কানাডার লাচলাং ম্যাকলিং বিরুদ্ধে নেমেছিলেন বজরং (Commonwealth Games 2022)। সেখানেই প্রতিপক্ষকে ৯-২ ব্যবধানে হারান পুনিয়া। চলতি গেমসে কুস্তিতে প্রথম সোনা পায় দেশ। উল্লেখ্য, বজরং এই নিয়ে পর পর তিনটি কমনওয়েলথে (Commonwealth Games 2022) পদক জেতার রেকর্ড গড়লেন। দুটি সোনা ও একটি রুপো। এছাড়াও টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
আরও পড়ুন- Sudhir Wins Gold in CWG 2022 : কমনওয়েলথ গেমসে বিরল সাফল্য, ভারোত্তোলনে সোনা জয় হরিয়ানার সুধীরের
কুস্তিতে দ্বিতীয় সোনার জন্যও বিশেষ অপেক্ষা করতে হয়নি। বজরং পুনিয়ার পরে সাক্ষী মালিক। কমনওয়েলথে কুস্তিতে আবারও সোনা জেতে ভারত। ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন সাক্ষী। কুস্তির প্যাঁচে ক্যামেরুনের প্রতিপক্ষ বার্থে গোলকে পরাজিত করেন ভারতের সোনার মেয়ে।
দিনের শেষ সোনাটি দখল করেন আরেক কুস্তিগীর দীপক পুনিয়া। তাঁর হাত ধরেই একই দিনে পর পর তিনটি সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখায় ভারত। শুক্রবার পুরুষদের ৮৬ কেজি বিভাগে ফাইনালে নামেন দীপক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় কুস্তিগীরের প্যাঁচে হেরে যান পাকিস্তানের মহম্মদ ইনাম। শেষ চালে কিস্তিমাত করেন দীপক।
পাকিস্তানের মহম্মদ ইনামকে ৩-০ পয়েন্টে হারান তিনি। কমনওয়েলথে প্রথম সোনা জিতলেন হরিয়ানার দীপক।