ব্রিমিংহামে এবার কমনওয়েলথ গেমস খেলতে যাচ্ছেন অলিম্পিকে রুপো জয়ী অ্যাথলিট মীরাবাই চানু (Mirabai Chanu)। আগেও কমনওয়েলথ গেমসে (CWG 2022) সোনা জিতেছিলেন মীরাবাই। এবার দ্বিতীয় সোনার লক্ষ্যে নামবেন তিনি।
সম্প্রতি সিঙ্গাপুর ভারোত্তলন প্রতিযোগিতায় সোনা জেতেন মীরাবাই। কমনওয়েলথ গেমসে এবার ৪৯ কেজি বিভাগে নামবেন মীরাবাই চানু। প্রথমে ৫৫ কেজি বিভাগে নামার আবেদন করেছিলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশনের নিয়মে কিছু বদল হওয়ায়, এই বিভাগে নামার আবেদন বাতিল হয়ে যায়। অলিম্পিকে ৪৯ কেজি বিভাগেই রুপো জেতেন তিনি।
আরও পড়ুন: মিক্সড ডাবলসের পর দলগত বিভাগে লড়াই, ফের সোনা জয়ের লক্ষ্যে মেহুলি
এর আগে ৪৮ কেজি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতেন মীরাবাই। এই বিভাগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি। কমনওয়েলথ গেমসে এবার ব্রিমিংহামে ফের সোনা জয়কেই পাখির চোখ করছেন মণিপুরের এই অ্যাথলিট।