আড়াই ঘণ্টার জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে বার্মিংহ্যামে শুরু হল ২২তম কমনওয়েলথ গেমস। বার্মিংহ্যামের আলেকজান্ডার স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। নাচ-গান, আতসবাজি আর দর্শক সমাগমে জমজমাট কমনওয়েলথ গেমস। এবার কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে মোট ৭২টি দেশ। উপস্থিত ছিলেন ব্রিটেনের রাজ পরিবারের প্রতিনিধি প্রিন্স চার্লসও।
এবার কমনওয়েলথ গেমসের উদ্বোধনের মঞ্চে অনুষ্ঠান শুরু করেন আফ্রিকান ড্রামার ও পারকশনিস্ট আব্রাহাম প্যাডি। এরপরই ছিলেন ভারতের ধ্রুপদী সঙ্গীত শিল্পী ও সুরকার রঞ্জনা ঘটক। ভারতীয় দলে পতাকা বাহক ছিলেন এবার পিভি সিন্ধু ও মনপ্রীত সিং। তবে দলে ছিলে মীরাবাই চানু, লাভলিনা বরগোহেন, বজরং পুনিয়া, রবি দাহিয়া, মণিকা বাত্রারাও। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে বার্মিংহ্যামের ব্যান্ড জুরান জুরান। যারা ৪৪ বছর আগে এই শহরে যাত্রাশুরু করেছিল। আগামী ১১ দিন ধরে চলবে কমনওয়েলথ গেমস।
কোভিডের আতঙ্ক কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হচ্ছে। এই প্রথম কোভিড অতিমারীর পর বড় বড় বিধি ছাড়াই হচ্ছে টুর্নামেন্ট। এবার কমনওয়েলথ গেমসে ভারতের মোট ২১৫ জন অ্যাথলিট ১৪১টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন।