আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আজ, মঙ্গলবার ভিনেশ মামলার শুনানি। ভারতের অবসরপ্রাপ্ত এই ক্রীড়াবিদ অলিম্পিকের রুপো পাবেন কীনা, তার জন্য শুনানি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই শুনানির আগে প্রকাশ্যে এল আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কিছু নিয়মের গলদ। যা আন্তর্জাতিক আদালতে হাতিয়ার করতে পারেন ভিনেশের আইনজীবী হরিশ সালভে।
এবারের অলিম্পিকে জাপান, ইউক্রেন এবং কিউবার কুস্তিগীরদের হারিয়ে ৫০ কেজি ফ্রিস্টাইল ইভেন্টের ফাইনালে উঠেছিলেন ভারতের ভিনেশ ফোগাত। কিন্তু ওজনের গেরোতে অলিম্পিক থেকে বাতিল করা হয় ভিনেশকে। আর এখানেই বিশ্ব কুস্তি সংস্থার নিয়মে বড় ফাঁক দেখতে পারছেন বিশেষজ্ঞরা।
নিয়ম অনুযায়ী, ফাইনালে যিনি মার্কিন প্রতিনিধির কাছে হারবেন, তিনি-ই রেপিচেজ লড়বেন। কিন্তু এখানে রেপিচেজে নেমেছিল জাপানি খেলোয়াড় সুসাকি। প্রশ্ন উঠছে, সুসাকি কী ভাবে রেপিচেজে নামলেন ? কারণ, জাপানি এই খেলোয়াড় ভিনেশের কাছে হেরে গিয়েছিলেন। যা নিয়মবিরুদ্ধ বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা।
ফলে এদিনের শুনানি উঠতে পারে এই প্রসঙ্গ। ওয়াকিবহাল মহলের দাবি, এই নিয়মের ফাঁক গলেই হয়তো ভিনেশের গলায় উঠতে পারে রুপো। ফলে সবার নজর এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দিকে।