বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (CWG 2022 ) ব্যাডমিন্টনে (Badminton) সোনা (Gold) হাতছাড়া ভারতের (India) । রূপোতেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধু, শ্রীকান্তদের । ব্যাডমিন্টন মিক্সড টিম ইভেন্টের ফাইনালে মালয়েশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে গেল ভারত (India win Silver) । পিভি সিন্ধুই একমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচটি জেতেন ।
প্রথম ম্যাচেই হেরে যান সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি । ভারত যখন ১-০ তে পিছিয়ে, তখন ময়দানে নামেন পিভি সিন্ধু । প্রতিপক্ষ মালয়েশিয়ান শাটলার গোহ জিন উইকে হারিয়ে ২২-২০ ব্য়বধানে ম্যাচ জিতে নেন সিন্ধু । কিন্তু, পরের ধাপে পুরুষদের সিঙ্গলসে ম্যাচটি হেরে যান কিদম্বি শ্রীকান্ত ।
আরও পড়ুন, CWG 2022 : শরতের হারেও দমানো গেল না, কমনওয়েলথ টিটি-তে দলগত বিভাগে সোনা ভারতের
মহিলাদের ডাবলস জুটি ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদও শেষ পর্যন্ত ম্যাচ বের করে আনতে ব্যর্থ হন । ফলে, সোনা ছিনিয়ে নেয় মালয়েশিয়া । রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে ।