Interntional Sports: বয়স স্রেফ সংখ্যা, ৪৫-এ টেনিসে অভিষেক ফোরলানের, ৫৮-এ রিংয়ে কামব্যাক টাইসনের

Updated : Nov 15, 2024 15:32
|
Editorji News Desk

মহেন্দ্র সিং ধোনি কবে ক্রিকেটকে বিদায় জানাবেন! গত কয়েকবছর ধরে এমন প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। ৪৩ বছরে আরও একবার হলুদ জার্সি পরে মাঠে নামবেন মাহি। চেন্নাই সুপার কিংস তাঁকে রিটেইন করেছে। বয়স স্রেফ সংখ্যা। তা যেন আরও একবার প্রমাণিত। আন্তর্জাতিক খেলার দুটি ঘটনা আরও একবার যা চোখে আঙুল দেখিয়ে দিল। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ৪৫ বছর বয়সে টেনিস কোর্টে আত্মপ্রকাশ করলেন উরুগুয়ের দিয়েগো ফোরলান।  উরুগুয়ে ওপেনে প্রথম টেনিস ম্যাচ খেলে ফেললেন তিনি। অন্যদিকে ৫৮ বছর বয়সে রিংয়ে ফিরলেন আমেরিকার কিংবদন্তী 'হেভিওয়েট কিং' মাইক টাইসন। 

২০১০ ফুটবল বিশ্বকাপ। সেবার দক্ষিণ আফ্রিকায় বসেছিল ফুটবল যুদ্ধের আসর। সেই বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল উরুগুয়ে। ওই বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্পেন। উরুগুয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন দিয়েগো ফোরলান। বিশ্বকাপের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল পান। টুর্নামেন্টে তাঁর পাঁচ গোল ছিল। ২০১১ সালে ফোরলান ও সুয়ারেজের হাত ধরে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ফাইনালে ৩-০ গোলের ব্যবধানে প্যারাগুয়েকে হারায় ফোরলানরা। ২০১৪ বিশ্বকাপেও উরুগুয়ের হয়ে খেলেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ফোরলান। দেশের হয়ে ৩৬টি গোল করেন তিনি। 

প্রায় ১০ বছর পর ফের আন্তর্জাতিক টুর্নামেন্টে নামলেন ফোরলান। এবার ফুটবল নয়, তাঁকে দেখা গেল টেনিসের কোর্টে। আর্জেন্টিনার ফেডেরিকো কোরিয়ার সঙ্গে টেনিসে অভিষেক করলেন। উরুগুঁয়ে ওপেনে তাঁদের প্রতিপক্ষ ছিল বলিভিয়ার জুটি বরিস অ্যারিয়াস ও ফেডেরিকো জেবালোস। ৬-১,৬-২ সেটে প্রথম ম্যাচে হার এসেছে। কিন্তু টেনিস কোর্টে প্রাক্তন ফুটবলারকে দেখে আপ্লুত ফুটবল অনুরাগীরা। ম্যাচের পর ফোরলান জানান, তিনি সব সময় টেনিস খেলতে পছন্দ করতেন। প্রথম ম্যাচে হার নিয়ে একেবারেই ভাবিত নন তিনি। ফোরলান জানান, ২০১৭ ও ২০১৮ সালে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। এই টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয় উরুগুয়ের প্রাক্তন ফুটবলার। 

এদিকে ৫৮ বছর বয়সে রিংয়ে ফিরছেন মাইক টাইসন। শেষবার ২০০৫ সালে রিংয়ে নেমেছিলেন মার্কিন কিংবদন্তী বক্সার। টাইসন রিংয়ে মানেই অন্য উন্মাদনা। তাঁর প্রতিপক্ষ ২৭ বছরের জেক পল। পলের পেশা ইউটিউব, নেশা বক্সিং। ইউটিউব থেকেই বক্সিংয়ের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এই লড়াই নিয়ে ইতিমধ্যে পারদ তুঙ্গে উঠতে শুরু হয়েছে। ফাইনাল ফেস-অফে দুজনে মুখোমুখি হন। জেক পলকে চড় মারতে দেখা যায় মাইক টাইসনকে। তা নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। টেক্সাসে আর্লিংটনের একটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই তারকা। এই স্টেডিয়ামে দর্শক সংখ্যা ৮০ হাজার। নেটফ্লিক্সে এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। জেক পলের বিরুদ্ধে নামার আগে অনেক প্রাক্তন বক্সারই টাইসনকে সতর্ক করেছেন। এই বয়সে রিংয়ে নেমে আহত হতে পারেন। কিন্তু টাইসন জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শরীর ভাল আছে। চিৎকার করার জন্যও তৈরি। জেক পলকে নিয়ে তিনি জানিয়েছেন, ও নতুন রিংয়ে এসেছে। ওকে হারিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চান টাইসন।       

mike tyson

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!