শেষ হল ভারতীয় জিমন্যাস্টিকে একটি যুগের। অবসর নিলেন ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানালেন দীপা। ২০১৬ সালে রিও অলিম্পিকে মেয়েদের জিমন্যাস্টিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়। কিন্তু তাঁর প্রোদুনোভা স্টাইলের ভল্ট সেই সময় নজর কাড়ে। ৩১ বছর বয়সেই অবসর নিলেন ভারতীয় জিমন্যাস্ট।
দীপা তাঁর বার্তায় লেখেন, "অনেক চিন্তা করেই জিমন্যাস্টিক থেকে অবসরের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। তবে এটাই সঠিক সময়। জিমন্য়াস্টিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করেছি। কখনও সাফল্য পেয়েছি। কখনও ব্যর্থতা এসেছে।" শুরুর দিকে লড়াই মোটেও সহজ ছিল না। ত্রিপুরার মতো রাজ্য জিমন্যাস্টিক নিয়ে লড়াই করে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছেন তিনি। ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি লেখেন, "ছোটবেলায় একজন বলেছিলেন, আমি কখনও জিমন্যাস্ট হতে পারব না। আমার পায়ের পাতা সমান। যেটুকু সাফল্য পেয়েছি, তাতেই গর্বিত। ২০১৬ রিও অলিম্পিকে প্রোদুনোভা ভল্ট, জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।"
শেষবার এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন দীপা কর্মকার। কিন্তু শরীর আর সায় দিচ্ছিল না, তা ভালই বুঝতে পারছিলেন। তিনি জানান, কখনও মনে হয়েছে, চেষ্টা করলে পারবেন তিনি। কিন্তু শরীর বুঝিয়ে দিচ্ছিল, বিশ্রাম নেওয়া দরকার।