বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপেও এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russian-Ukraine War) আঁচ। রাশিয়ান প্রতিযোগীর সঙ্গে হ্যান্ডশেকে রাজি হওয়ায় টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করা হল ইউক্রেনের অ্যাথলেট ওলগা খারলানকে।
ইউক্রেনের হয়ে চারবার অলিম্পিক মেডেল (Olympic Medal Winner) আছে খারলানে। ফেন্সিং দুনিয়ায় তিনি পরিচিত মুখ। রাশিয়ার প্রতিযোগী আন্না স্মিরনোভার সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকার করেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়েছে ইউক্রেন ফেন্সিং ফেডারেশন খারলানের পাশে দাঁড়িয়েছে। ফেডারশনের সভাপতি বলেন, ওলগা খারলানের সম্পূর্ণ সমর্থন করছি। প্রতিবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের দিন বদল, কবে হবে মহারণ?