ভারোত্তোলনে ফের পদক ভারতের। এবার প্যারা পাওয়ার লিফটিংয়ে (Para Power Lifting) সোনা জিতলেন হরিয়ানার অ্যাথলিট সুধীর (Sudhir Gold Medal)। যা এর আগে কোনও ভারতীয় করতে পারেননি। ২১২ কেজি লিফট করে ১৩৪.৫ পয়েন্ট তুলে নেন তিনি। ৮৭.৩০ কেজি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
বৃহস্পতিবার ২১৭ কেজির লিফটিংয়ে তৃতীয়বারের চেষ্টায় নিজের রেকর্ড নিজেই ভাঙেন সুধীর। দ্বিতীয় সুযোগেই সোনার পদক নিশ্চিত ছিল সুধীরের। কিন্তু তৃতীয়বার নিজের সেরাটা দেওয়ার জন্য এগিয়ে আসেন সুধীর।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে সপ্তম দিনেও সাফল্য অব্যাহত, লংজাম্পে রুপো জয় মুরালির, পদক নিশ্চিত রোহিতের
পোলিও আক্রান্ত হরিয়ানার অ্যাথলিট সুধীর। কিন্তু ভারোত্তোলনই তাঁর স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পিছনে দৌড়ে ২০১৩ সালে খেলা শুরু করেন তিনি। ২০১৮ সালে এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন সুধীর।