এশিয়া কাপে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ (Bronze) জয় ভারতের (Hockey India)। বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ব্রোঞ্জ পদক ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোল করেন রাজকুমার পাল (Rajkumar Paul)। শেষ মুহূর্তে ১০ জনে খেলেও জয় পায় ভারত।
গত মঙ্গলবার সুপার ফোর পর্বের ফাইনাল ম্যাচে ভারত বনাম কোরিয়া ম্যাচে ৪-৪ গোলে ড্র হয়। যার ফলে ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় হকি টিম। কিন্তু টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করে নিলেন বীরেন্দ্র লাকড়ারা। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল পায় ইন্ডিয়া। এই গোলই গোটা ম্যাচে এগিয়ে দেয় টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: বিশ্বসেরা জকোভিচকে হারিয়ে সেমিফাইনালে 'লাল সুড়কির রাজা' রাফা
এই নিয়ে গত ১১ বার এশিয়া কাপে তিন নম্বরে শেষ করল টিম ইন্ডিয়া। মোট তিনবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। আগামী বছর ভারতেই বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর।