Flag Controversy in Paralympics 2024: দ্বিতীয় স্থানে শেষ করেও সোনা নবদীপের, বাতিল প্রথম স্থানাধিকারী

Updated : Sep 08, 2024 18:03
|
Editorji News Desk

প্যারিস প্যারিলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-এর এফ ৪১ বিভাগে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতের নবদীপ সিং। কিন্তু দ্বিতীয় স্থানে এসেও সোনার পদক জয়ী নবদীপই।  প্রথম স্থানে শেষ করার পর ইরানের সাদেঘ বিত সায়াহ রাজনৈতিক বার্তা প্রদর্শন করেন। এর ফলেই প্রতিযোগিতা থেকে তাঁকে বাতিল ঘোষণা করে আয়োজকরা।

রবিবার প্যারিসে ৪৭.৬৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নয়া রেকর্ড গড়েন ইরানের জ্যাভলিন থ্রোয়ার। তবু নথিভুক্ত হয়নি তাঁর রেকর্ড। ইভেন্ট শেষ হওয়ার পর ব্যাগ থেকে একটি কালো রঙের পতাকা বের করে প্রকাশ্যে প্রদর্শন করেন সাদেঘ। তাতে লাল রঙ দিয়ে একটি রাজনৈতিক বার্তাও লেখা ছিল। যার ফলেই আয়োজকরা সাদেঘের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে। প্যারালিম্পিকের নিয়ম অনুযায়ী, খেলার মাঠে কোনও ক্রীড়াবিদ রাজনৈতিক কিছ প্রদর্শন করতে পারেন না। নিয়ম অনুযায়ী তাঁকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়। মুছে দেওয়া হয় তাঁর রেকর্ডও।  

ইরানের অ্যাথলিট সাদেঘকে বাতিল ঘোষণা করার পরই দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় অ্যাথলিট নবদীপকে প্রথম স্থানাধিকারী হিসেবে ঘোষণা করা হয়। তৃতীয় স্থানে শেষ করেছিলেন চিনের সান পেংজ়িয়াং। তিনি পেলেন রুপো। চতুর্থ স্থানে শেষ করা ইরাকের অ্যাথলিট ওয়াইল্ডান নুখাইলাউইকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়।  

নবদীপের সোনা জয়ের পর প্যারিস প্যারালিম্পিকে ভারত মোট ২৯টি পদক জিতে ফেলল। তার মধ্যে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। পদক তালিকায় ১৬তম স্থানে রয়েছে ভারত। 

Paris Paralympics 2024

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!