টোকিও অলিম্পিকের সেই দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারেননি মনু ভাকের। ইভেন্ট চলাকালীন পিস্তল খারাপ হয়ে যায়। অনেক সময় নষ্ট হয়। যখন সুযোগ পান, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ফাইনাল রাউন্ডে প্রথম আটের মধ্যেই থাকতে পারেননি। ১২ নম্বরে শেষ করেছিলেন। কোচ যশপাল রানাকেই সেই সময় দায়ি করেছিলেন অনেকেই। সেই কোচের হাত ধরেই ফের ইতিহাস। ১২৪ বছর পর একই অলিম্পিকে দুটি পদক। এমন নজির আর কোনও ভারতীয় অ্যাথলিটের নেই। জয়ের পর ২২ বছরের মনু জানিয়েছেন, অতীত সব সময়ই অতীতেই থাকে। তবে ওই ঘটনা কাটিয়ে মূল স্রোতে ফিরতে সময় লেগেছিল তাঁর।
ব্রোঞ্জ পদক জয়ের পর মনু ভাকর জিও সিনেমার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "টোকিওর পর খুবই হতাশা গ্রাস করেছিল। যেভাবে ইভেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল, তা ভাল ছিল না। অনেকটা সময় লেগেছিল, ওই ঘোর থেকে বেরোতে। এবার আরও শক্তিশালী হয়ে কামব্যাক করেছি। অতীত অতীতেই থাক।"
মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদক জয়ের পর টোকিওর ঘটনা নিয়ে মুখ খুলেছেন মনু ভাকেরের কোচ যশপাল রানা। টোকিওর ওই ঘটনার পর তাঁকেই ভিলেন বলা হয়েছিল। শিষ্যের এই সাফল্যের পর তিনি জানিয়েছেন, "আমি কেউ নই। মনু চেয়েছিল, ওকে সাহায্য করি। আমি করেছি। কিন্তু গত তিন বছর ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে আমি কোনও উপার্জন করিনি। আমার কোনও চাকরিও নেই। ভারতে ফিরে নতুন করে চাকরি খুঁজে উপার্জন করতে চাই।" সেই সময় যারা তাঁকে হেনস্থা করেছিল, তা নিয়েও মুখ খোলেন যশপাল। তিনি জানান, টোকিওর ঘটনা নিয়ে যারা তাঁকে ভিলেন বানিয়েছেন, তাঁরাই এখন সাক্ষাৎকার নিতে চাইছেন। সেই সময় তাঁর যা ক্ষতি হয়েছিল, তা কী পূরণ হবে। প্রশ্ন তুলেছেন মনু ভাকরের কোচ।