কমনওয়েলথ গেমসে সপ্তম দিনেও সাফল্য অব্যাহত ভারতের। লং জাম্পে (Long Jump) ইতিহাস তৈরি করে রুপো জিতলেন মুরালি শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। যা অ্যাথলিটে ভারতের দ্বিতীয় পদক। লং জাম্পে প্রথম ভারতীয় অ্য়াথলিট, যিনি কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন। দেখে নিন বৃহস্পতিবার কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতের সাফল্য।
বৃহস্পতিবার বক্সিংয়ে ৫-০ স্কোরে জিতে পদক নিশ্চিত করেছেন বক্সার রোহিত টোকাস। কোয়ার্টারফাইনালে ৬৭ কেজি বিভাগে জয় পান তিনি।
ব্যাডমিন্টন সিঙ্গলসে শুরুটা ভালই করছেন পিভি সিন্ধু। প্রথম ম্যাচেই মালদ্বীপের নবাহা আবদুল রজ্জাককে স্ট্রেট সেটে হারালেন তিনি। এদিকে সহজ পেয়েছেন লক্ষ্য সেনও। উগান্ডার প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় পান কিদাম্বি শ্রীকান্তও। পাকিস্তানি প্রতিপক্ষ মাহুর শাহজাদকে হারান ভারতের আকর্ষি কাশ্যপ। চার ভারতীয়ই সিঙ্গলসে প্রথম দিনই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান।
আরও পড়ুন: পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ভিসা সমস্যা মিটল টিম ইন্ডিয়ার
এদিকে টেবল টেনিসে শেষ ১৬ পর্বে পৌঁছলেন ভারতের টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা। কানাডার প্রতিপক্ষকে ৪-০ স্কোরে হারালেন তিনি। শেষ ১৬-তে পৌঁছে গিয়েছে ভারতের মিক্সড ডাবলস জুটিও।