হকি বিশ্বকাপে (Hockey World Cup 2023) গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপুটে জয় টিম ইন্ডিয়ার (Team India)। ৪-২ গোলের ব্যবধানে ওয়েলসকে হারাল টিম ইন্ডিয়া। গোল পেলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারল না টিম ইন্ডিয়া। ক্রস ওভার ম্যাচে এবার ভারতের পরের ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল ভারতের। কিন্তু দুইয়ে শেষ করার আরও অপেক্ষা বাড়ল টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে জিতলেও ইংল্যান্ডের বিরুদ্ধে আটকে যায় ভারত। এই ম্যাচে ৮ গোলের ব্যবধানে জিততে হত ভারতকে। শেষ ম্যাচে স্পেনকে ৪-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইংল্যান্ড।
আরও পড়ুন: মেসি-রোনাল্ডো দ্বৈরথ, কখন, কোথায় দেখা যাবে ম্যাচ?
এদিন ম্যাচে প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল। ২৫ মিনিটে গোল করেন শামসের সিং। হাফটাইমে সেটিই একমাত্র গোল ছিল। থার্ড কোয়ার্টারে আকাশদীপের গোলে ২-০ লিড নেয় টিম ইন্ডিয়া। সেখান থেকে পরপর ২ গোল করে সমতা ফেরায় ওয়েলস। ৪৫ মিনিটে তৃতীয় গোল করেন আকাশদীপ সিং।৫৯ মিনিটে টিমের হয়ে শেষ গোল করেন হরমনপ্রীত সিং।