চিনকে বড় ব্যবধানে হারিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচেই জাপানের কাছে আটকে গেল ভারত। এশিয়া হকিতে ভারত মাঠ ছাড়ল এক-এক গোলে ড্র করে। এই ম্যাচে ভারত আটকে গেল পেনাল্টি কর্নার নষ্ট করে।
দ্বিতীয় ম্যাচে ভারতের দিকে সবার প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু হাওয়ার বিপরীতে গিয়েই ভারতকে পিছনে ফেলে দেয় জাপান। যে পেনাল্টি কর্নার মিস করার খেসারত ভারতকে দিতে হয়েছে, সেই ভুল জাপানিরা করেননি। বিরতির খানিক আগে ম্যাচে এগিয়ে যায় জাপান।
একটি গোল শোধ করতেই তৃতীয় কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারত। ৪৩ মিনিটে হরমনপ্রীত সিং গোলে সমতায় ফেরে ভারত। ২৭ মিনিটে যুগরাজ সিং গ্রিন কার্ড দেখে ২ মিনিটের জন্য় মাঠের বাইরে চলে যান। জাপানিরা যে সুযোগ কাজে লাগিয়েছিল। পেনাল্টি কর্নার থেকে কেন নাগাইওশি দুরন্ত গোল করেন। ভারতীয় কিপার কোনও সুযোগই পাননি।