দাবায় ইতিহাস গড়ল ভারত। ৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডের ইতিহাসে এই প্রথমবার সোনা জিতল ভারতীয় পুরুষ এবং মহিলা দল। বুডাপেস্টে আয়োজিত এই চেস অলিম্পিয়াডে দেশকে দাবার পুরুষ বিভাগে ঐতিহাসিক সোনার পদক এনে দিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশরা। আর মহিলা বিভাগে সোনা আনলেন ডি হরিকা, দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়ালরা। ভারতীয় মহিলা দলও এই প্রথমবার অলিম্পিয়াডে সোনার পদক জিতল।
এর আগে ২০১৪ এবং ২০২২ চেস অলিম্পিয়াডে গিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। কিন্তু চলতি অলিম্পিয়াডে প্রতিযোগীদের দুর্দান্ত পারর্ফম্যান্সের জেরে এবার সোনা এল ভারতের ঝুলিতে। চলতি বছরের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে মোট ১১ টি রাউন্ডের মধ্যে ১০ রাউন্ড জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। আর একটি রাউন্ড ড্র হয়েছে। পুরো রাউন্ডের খেলা শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারতীয় পুরুষ দল। ভারতের পুরুষ চেস অলিম্পিয়াডের দলে ছিলেন ডি গুকুশ, অর্জুন এরিগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ, ভিদিত গুজরাঠি, পেন্তালা পরিকৃষ্ণা এবং শ্রীনাথ নারায়ানন।
অন্যদিকে, ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল কাজাখস্তান। ভারতের মহিলা দল ১৫ পয়েন্ট নিয়ে ছিল দু'নম্বরে। রবিবারের ওপেন সেকশনে কাজাখস্তানকে টপকে যায় ভারত। ১০ নম্বর রাউন্ডে চিনকেও টপকে যান ভারতীয় প্রতিযোগীরা। শেষ রাউন্ডে ভারতের সামনে ছিল আজেরবাইজান। তাদের ৩.৫-০.০৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।