অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস এক ভারতীয়র। তিনি সুমিত নাগাল। রমেশ কৃষ্ণণের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে টুর্নামেন্টের বাছাই খেলোয়াড়কে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুমিত। এদিন পুরুষদের সিঙ্গলসে কাজাকিস্তানের অ্যালেক্সান্ডার বুবলিককে স্ট্রেট সেটে হারান তিনি। ম্যাচের ফল, ৬-৪, ৬-২, ৭-৬।
সর্বভারতীয় টেনিস সংস্থার সঙ্গে বিবাদের মধ্যেই এবার অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন সুমিত। পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে না খেলার জন্য তাঁর জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন পর্যন্ত করা হয়নি ফেডারেশনের পক্ষ থেকে।
তিন বছর অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে শেষ বার খেলেছিলেন নাগাল। সে বার ওয়াইল্ড কার্ড হিসাবে খেলার সুযোগ পেয়ে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন।