হকি, ক্রিকেট আবার হকি। গত বাহাত্তর ঘণ্টায় অস্ট্রেলিয়া আতঙ্কে ভারত। শুক্রবারের বার্মিংহ্য়ামে মেয়েদের হকির সেমিফাইনাল থেকে যে কাহিনি শুরু হয়েছিল, সোমবার তা থামল লজ্জার লিখন হয়েছে। এদিন পুরুষদের হকিতে অস্ট্রেলিয়ার কাছে সাত গোলে হেরে বিলেতের মাটিতে রুপো নিয়ে কমনওয়েলথ গেমস শেষ করল ভারত।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ীরা যে এভাবে ধরাশায়ী হবেন, তা ভাবতেও পারেনি অতিবড় অস্ট্রেলীয় হকির সমর্থকরা। সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক মঞ্চে এতবড় লজ্জার হার নেই ভারতের। শুরু থেকে শেষ। বিধ্বস্ত মনদীপ সিং, অভিষেকরা। গোলের পর গোল চাপিয়ে ভারতীয়দের কোণঠাসা করে দেয় অস্ট্রেলিয়া।
একটা সময় মনে হচ্ছিল, ম্যাচে ফল ১০-০ ও হতে পারে। কারণ, প্রথমার্ধেই ঝড়ের গতিতে হকি খেলে ৫-০ গোলে এগিয়ে ছিলেন অজিরা। ভারতের ভাগ্য ভাল, শেষ সময়ে নিজেদের ডিফেন্সিভ জোনে ম্যাচ রেখে আর গোল সংখ্যা খুব বেশি বাড়ায়নি অস্ট্রেলিয়া।
বিতকির্ত সিদ্ধান্তে সেমিফাইনালে হার মেয়েদের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রবিবার ক্রিকেটের ফাইনালে হার মেয়েদের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সোমবার পুরুষদের হকিতেও অস্ট্রেলিয়াই শেষ করে দিল ভারতের হকিতে সোনার স্বপ্ন।