৫২ বছরের খরা কাটল। প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়াক ৩-২ গোলের ব্যবধানে হারালেন হরমনপ্রীত সিংরা। এই ম্যাচ জিতে গ্রুপ বি-র লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ১৯৭২ মিউনিখ অলিম্পিকের পর এই প্রথম অস্ট্রেলিয়াকে অলিম্পিকের মঞ্চে হারাল টিম ইন্ডিয়া। প্যারিস অলিম্পিকের কোয়ার্টারফাইনালেও জায়গা পাকা করে নিল ভারত।
শুক্রবার ম্যাচে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার আক্রমণ দুরন্ত ভাবে প্রতিহত করে ভারত। ওটাই যেন ছিল 'ওয়ার্নিং সাইন'। প্রথম কোয়ার্টারের আগে পরপর সুযোগ তৈরি করে ভারত। গোল করে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারে দুরন্ত সেভ করেন ভারতের গোলকিপার শ্রীজেশ। তবুও থমাস ক্রেগের গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। তৃতীয় কোয়ার্টারে পরপর দুটি গোল করে ভারত। গোল করেন হরমনপ্রীত সিং। চতুর্থ কোয়ার্টারে অমিত রুইদাসের গোল বাতিল হয়। কিন্তু ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। খেলা শেষ হয় ৩-২ গোলের ব্যবধানে।
এই মুহূর্তে বিশ্বের চার নম্বর দল অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়াকে হারানো বড় সাফল্য ভারতের কাছে। এই ম্যাচের আগেই কোয়ার্টারফাইনাল নিশ্চিত ছিল ভারতের। প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করে ভারত। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পান। এরপরই অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। আগামী ম্যাচে তাঁদের প্রতিপক্ষ বেলজিয়াম।