এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুধবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারত ইতিমধ্য়েই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত ৩টি ম্যাচে জিতেছে। একটি ম্যাচ ড্র করেছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ভারত।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচেই জিতেছে পাকিস্তান। ২টি ম্যাচ ড্র করেছে। একটি ম্যাচে হারতেও হয়েছে। ভারতের ম্যাচে জিতলেই হবে না। পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে জাপানকে হারিয়েছে চিন।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে চার নম্বরে আছে ভারত। পাকিস্তান আছে ১৬ নম্বরে।