এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মঙ্গলবার ফাইনালে চিনকে ১-০ ব্যবধানে হারালেন হরমনপ্রীত সিংরা। এই নিয়ে পাঁচবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত।
লিগের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়। এদিন ফাইনালে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল টিম। কিন্তু চিন এদিন এক ইঞ্চি জমি ছাড়েনি ভারতকে। ৫০ মিনিট পর্যন্ত শট মারার জায়গাও তৈরি করতে পারেনি ভারত। কিন্তু ৫১ মিনিটে 'চিনের প্রাচীর' ভেঙে একমাত্র গোল করেন যুগরাজ সিং। ওই গোলই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়।
ভারত প্রথম কোয়ার্টার থেকে আক্রমণাত্মক খেলা শুরু করলেও চিনের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না। সেমিফাইনালে পাকিস্তানকেও একইভাবে টাইব্রেকারে নিয়ে গিয়েই জিতেছিল চিন। তাই এদিনও লক্ষ্য ছিল, ভারতকে টাইব্রেকারে নিয়ে যাওয়া। বেশ কয়েকটি সুযোগ নষ্টও করেন হরমনপ্রীতরা। ৮৪ শতাংশ বল দখল রেখে ভারতের প্রথম গোল আসে চতুর্থ কোয়ার্টারে।