অলিম্পিক মেডেলিস্ট সাক্ষী মালিকের অবসর। দেশের খেলার ইতিহাসে কালো দিন। এমনই জানালেন বক্সার বিজেন্দর সিং। জানালেন, যদি একজন অ্যাথলিটের সঙ্গে এমন হয়, তা হলে সাধারণ মানুষের সঙ্গে কী হবে!
এদিন নয়াদিল্লিতে কংগ্রেস নেতার সঙ্গে বসে সাংবাদিক বৈঠকে বিজেন্দর সিং বলেন, অ্যাথলিট হিসেবে সাক্ষীর বিষয়টা আমি আমি বুঝতে পারছি। সরকারের কাছে হেনস্থার কোনও ন্যায় বিচার না পেয়ে অবসর নিয়েছেন। যদি কোনও মেডেলজয়ী অ্যাথলিটের সঙ্গে এমন ঘটনা হয়, তা হলে যে কোনও কারও সঙ্গে হতে পারে।"
বিজেন্দরের মতে, সাক্ষীর এই ঘটনায় ভারতীয় ক্রীড়া জগত হতাশ। তিনি বলেন, "আমরা প্রত্যেক স্টেডিয়ামের আখড়াগুলিতে যাব। মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলব। দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে হবে।"