এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। সদ্য প্যারিস অলিম্পিকেও ব্রোঞ্জ পদক এনেছে ভারতীয় হকি টিম। এবার তাঁদের লক্ষ্য ট্রফি ধরে রাখা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিনকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ৮-১ ব্যবধানে হারিয়েছেন হরমনপ্রীতরা। লিগের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও জয়। দ্বিতীয় সেমিফাইনালে কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে এবার ফাইনাল। প্রতিপক্ষ ফের চিন।
টুর্নামেন্টের সবথেকে ধারাবাহিক দল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারের শেষ দিকে ভারতকে ১-০ এগিয়ে দেন উত্তম সিং। দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত সিং। হাফটাইমেই ২-০ গোলে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। তৃতীয় কোয়ার্টারে দুরন্ত গোল করেন জার্মানপ্রীত সিং। সেই সময় এক গোল ফেরায় কোরিয়া। গোল করেন ইয়ান জিহুন। চতুর্থ কোয়ার্টারে ফের গোল করে ভারত। গোল করেন হরমনপ্রীত সিং। ৪-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ভারত। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ চিনকে ৩ গোলে হারায় ভারত। ফাইনালে ফের তাঁদের প্রতিপক্ষ আয়োজন দেশ চিন। জয়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন হরমনপ্রীতরা।