কমনওয়েলথ গেমসে (CWG 2022) ঘানাকে ১১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করল ভারতীয় হকি দল (Indian Hockey)। ঘানার রক্ষণকে প্রথম ম্যাচেই গুঁড়িয়ে দিলেন মনপ্রীত সিংরা (Manpreet Singh)।
এদিনের ম্যাচে ঘানার রক্ষণকে প্রথম থেকেই চাপের রেখেছিল ভারত। ম্যাচের নিয়ন্ত্রণও ছিল টিম ইন্ডিয়ার হাতে। প্রথম কোয়ার্টারে ৩ গোল দেয় ভারত। পরের কোয়ার্টারে আসে ২ গোল। পেনাল্টি স্পেশালিস্ট হরমনপ্রীত সিং হ্যাটট্রিক করেন। ব্রেস পান জুগরাজ সিং।
আরও পড়ুন: বাবা ভ্যানচালক ছিলেন, জরির কাজ করে সংসার চলত অচিন্ত্য শিউলির পরিবারের
কমনওয়েলথ গেমসে গ্রুপ বি -তে আছে ভারত। ঘানা ছাড়াও এই গ্রুপে আছে ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলথ। বুধবার কানাডার বিরুদ্ধে নামবে ভারত।