কমনওয়েলথ গেমসে দীর্ঘ ১৬ বছর পর ফের পদক জিতলেন ভারতের মহিলা খেলোয়াড়রা। রবিবার বার্মিংহ্য়ামে ব্রোঞ্জ ম্য়াচে নিউজিল্য়ান্ডকে ২-১ গোলে হারিয়ে পদক জিতলেন সবিতা পুনিয়ারা। পেনাল্টি শুটআউটে পদক জয় ভারতের। মাত্র আটচল্লিশ ঘণ্টা আগে আম্পায়রের বিতর্কিত সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এদিন সেই পেনাল্টি শুটআউটেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের বদলা নিলেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়রা।
ম্যাচের শুরুতেই সালিমা টেটের গোলে কিউইদের বিরুদ্ধে লিড নেয় ভারত। ম্যাচের প্রায় আগাগোড়া এগিয়ে ছিলেন ভারতীয় মহিলারা। কিন্তু শেষ বেলায় নিজেদের ভুলে গোল হজম করতে হয় ভারতকে।
এরপর পেনাল্টি শুটআউটে প্রথমে গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোলও করতে পারেনি ভারত। কিন্তু এদিন অন্য মেজাজেই পাওয়া যায় ভারতীয় মহিলাদের। ২-১ গোলে ম্য়াচ জিতে ২০০৬ সালের পর কমনওয়েলথ হকিতে ব্রোঞ্জ পেলেন ভারতীয় মহিলারা।